দুবাই, ২৯ সেপ্টেম্বর- এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে শেষ বলে হেরে আরও একবার স্বপ্ন ভঙ্গ হয়েছে টাইগাদের। তবে ম্যাচে দুর্দান্ত খেলেছেন লিটন দাস। টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট না হলে ম্যাচের ফল অন্য রকম হতো পারতো। আর ইতিহাসের পাতায় অন্য ভাবে লেখা থাকতো ১১৭ বলে তার ১২১ রানের মহামূল্যবান ইনিংসটি। তাই তো বাংলাদেশ হারলেও ম্যাচ সেরা পুরস্কারটি উঠেছে লিটনের হাতেই। লিটনের এমন পারফরম্যান্সে মুগ্ধ আইসিসিও। এক টুইট বার্তায় তাই বাংলাদেশি এই ওপেনারের প্রশংসায় ভাসিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এতে বলা হয়, দিন শেষে তাকে (লিটন) হয়তো পরাজিতদের দলে থাকতে হচ্ছে। কিন্তু তার ১২১ রানের ইনিংসটি বলে তিনিই ম্যাচের সেরা পারফরমার। পরে আবার এক টুইট বার্তায় আইসিসি লিখেছে, বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে লিটন দাস হাসতেই পারেন। কারণ, ভারতের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটাই যে সর্বোচ্চ রান। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ২৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xKBdYj
September 29, 2018 at 09:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন