আবু ধাবি, ১৮ সেপ্টেম্বর- এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে হংকংয়ের সামনে ২৮৬ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে রোহিত শর্মার দল। টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে হংকং। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১২৭ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান। ১২০ বলে ১৫ চার ও ২ ছক্কায় দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম উইকেটে ধাওয়ানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা। এরপর এহসান খানের বলে নিজাকাত খানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। দ্বিতীয় উইকেট জুটিতে ধাওয়ানের সঙ্গে ১১৬ রানের জুটি গড়েন আম্বাতি রাউডু। তবে দলীয় ১৬১ রানে এহসান নেওয়াজের বলে স্কট ম্যাকচেইনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রাউডু। এরপর ধাওয়ানের সঙ্গে যোগ দেন দিনেশ কার্তিক। দলীয় ২৪০ রানে কিনচিত শাহর বলে তানভীর আফজালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা ধাওয়ান। তবে এরপর ব্যাটিংয়ে নেমে হতাশ করেছেন মহেন্দ্র সিং ধোনি। এহসান খানের বলে ম্যাকচেইনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর দলীয় ২৭৭ রানে আউট হয়ে ফিরে যান ৯ রান করা বিনয় কুমার। পাঁচ রানের ব্যবধানে শূন্য হাতে ফেরেন শারদুল ঠাকুর। শেষদিকে কেদার যাদব ২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। হংকংয়ের কিনচিত শাহ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এহসান খান ২টি উইকেট নেন। এহসান নেওয়াজ ও আইজাজ খান ১টি করে উইকেট নেন। ভারতের একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা (অধিনায়ক), আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুভেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর এবং খলিল আহমেদ। হংকংয়ের একাদশ: বাবর হায়াত, আংশুমান রাথ (অধিনায়ক), তানভীর আফজাল, নাদিম আহমেদ, ক্রিস কারটার, আইজাজ খান, এহসান খান, নিজাকাত খান, স্কট ম্যাকচেইন, এহসান নওয়াজ এবং কিনচিত শাহ। সূত্র: সারাবাংলা এমএ/ ০৯:৩৩/ ১৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xukO9P
September 19, 2018 at 03:54AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন