এলাহাবাদ, ১৪ সেপ্টেম্বরঃ সৌন্দর্যায়নের জন্য সরিয়ে দেওয়া হল দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জহওরলাল নেহরুর মূর্তি। উত্তরপ্রদেশের এলাহাবাদের বালাসন চৌরাহা এলাকায় অবস্থিত ওই মূর্তিটি সরিয়ে ফেলেছে এলাহাবাদ পুরনিগম। ২০১৯ সালে কুম্ভ মেলার আগে ওই এলাকায় সৌন্দর্যায়নের জন্যই মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুরনিগম।
ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। পুরনিগমের এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবারই ওই এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের সদস্যরা। ক্রেন থামিয়ে দিয়ে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন। কংগ্রেসের প্রশ্ন, একই রাস্তায় রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি, কিন্তু সেটিকে কেন স্পর্শ করা হয়নি? পরিকল্পনা করে ওই মূর্তি সরানো হয়েছে বলে দাবি করেছে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের কাছে তুলে ধরবে। যদিও এ ব্যাপারে এক আধিকারিক জানিয়েছেন, কুম্ভ মেলা উপলক্ষ্যে রাস্তা চওড়া করার প্রয়োজন। সেকারণেই নেহরুর মূর্তি সরানো হয়েছে। সেটিকে পাশে একটি উদ্দ্যানে বসানো হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xfblTp
September 14, 2018 at 06:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন