স্বপ্নার জন্য বিশেষ জুতো বানাবে অ্যাডিডাস

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বরঃ এশিয়ান গেমসে হেপটাথলনে সোনাজয়ী জলপাইগুড়ির স্বপ্না। ছোটবেলা থেকে নানা প্রতিকূলতার মাঝেও নিজের স্বপ্নকে জয় করেছেন স্বপ্না। দু’পায়ে ছটি করে আঙুল, তাই জুতো মেলে না বাজারে। অনেক কষ্ট করে সাধারণ জুতো পরতেন স্বপ্না। এখন তিনি সোনার মেয়ে। তাই তাঁর জন্য বিশেষ জুতো বানাচ্ছে বিখ্যাত জুতো কোম্পানি অ্যাডিডাস। এশিয়ান গেমস শেষ হওয়ার পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর অ্যাডিডাস সংস্থার সঙ্গে স্বপ্নার জুতো তৈরির ব্যাপারে কথা বলেছিলেন। এবার অ্যাডিডাস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা স্বপ্নার জন্য বিশেষ জুতো তৈরির কথা ভাবতে শুরু করেছে। সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই স্বপ্না পেয়ে যাবেন সেই বিশেষ ধরণের জুতো। জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জয়ের পরই নিজের অসুবিধার কথা জানিয়েছিলেন জলপাইগুড়ির মেয়ে।

সাইয়ের ডিরেক্টর জেনারেল নীলম কাপুর বলেন, ‘স্বপ্নার পায়ের বিষয়টি ক্রীড়ামন্ত্রীর নজরে আসা মাত্রই তিনি জাকার্তা থেকে সাইকে নির্দেশ দেন ওঁর জন্য বিশেষ জুতোর ব্যবস্থা করার। আমরা বিষয়টি অ্যাডিডাসকে জানানোর পর ওরা রাজি হয়ে যায় স্বপ্নার জন্য বিশেষ জুতো তৈরি করে দিতে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Nfx9t9

September 14, 2018 at 06:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top