কলকাতা, ২১ সেপ্টেম্বর- এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে নিয়েছিলেন তাঁর সোমেনদা কে৷ কংগ্রেস ছেড়ে নতুন কংগ্রেস তৃণমূল কংগ্রেসে এসেছিলেন সৌমেন্দ্র নাথ মিত্র আমজনতার কাছের মানুষ সোমেন মিত্র৷ তবে ২০১৪ তে তৃণমূল কংগ্রেসে ছেড়ে কংগ্রেসে ফিরে যাওয়ার সময় সোমেন বলেছিলেন, কংগ্রেস আমার মা৷ তৃণমূলে যোগদান করেই আমি ভুল করেছিলাম৷ কিন্তু আমি ভুল করেছি, তা বুঝতেও পেরেছি৷ সেই ভুলের প্রায়শ্চিত্ত করে আবার কংগ্রেসে ফিরছি৷ বিধানভবনের ছোড়দার ওই কথাগুলি হয়তো আজও মনে রেখেছেন মমতা৷ আজ, শুক্রবার, মমতার সোমেনদাই আবার প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন৷ পাক্কা ২০ বছর পর আবার রাজ্য কংগ্রেসের সভাপতির তখতে সোমেন মিত্র৷ তৃণমূলে এসে মমতার সোমেনদা কিন্তু তৃণমূলের বন্ধু হতে পারেননি৷ পার্টির সময়ে-অসময়ে ছোড়দা বলেছেন, রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে৷ অস্বস্তিতে পড়েছে দল৷ তৃণমূলের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং বাম আমলে রাজ্যের আইন-শৃঙ্খলার কোনও তফাত নেই, এই বলে মমতার রোষানলে পড়েছিলেন সোমেন৷ তবে ছোড়দা কী কাউকে কেয়ার করেন? দলের কোনও হুইপ তিনি মানবেনই বা কেন? ২০০৮ সালে প্রবল তৃণমূল হাওয়ায় (পড়ুন মমতার ডাকে) যিনি কংগ্রেস ছেড়েছিলেন, ২০১৪ সালে তিনি আবার তার তৃণমূল ছেড়েছেন৷ লোকসভার স্পিকার মীরা কুমারের কাছে পদত্যাগপত্র দেন ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ৷ ততদিনে সোমেন-জায়া শিখা (যিনি তৃণমূলের বিধায়কও ছিলেন) তৃণমূল ছেড়ে দিয়েছেন৷ সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচক৷ একথা একবাক্যে মানেন কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের তাবড় নেতা৷ একটা সময় বলা হত, সোমেনের জন্যই কংগ্রেস ছেড়েছিলেন মমতা৷ ১৯৯৮ সালে তৈরি হল তৃণমূল৷ তবে তৃণমূলে সোমেন এসেও তেমন কোনও গুরুত্ব পাননি৷ তিনি যেখানে গুরুত্বহীন, সেখানে বেশিদিন থাকতে চাননি৷ ২০১৩ সালে একটি রক্তদান শিবিরে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ শতাব্দী রায়, তাপস পাল এবং কুণাল ঘোষ (রাজ্যসভা) তৃণমূল বিরোধী কথা বলেছিলেন বলে অভিযোগ৷ মঞ্চে তখন সোমেন নিজেই আছেন৷ পরবর্তী ক্ষেত্রে অভিযোগ ওঠে, সোমেন মিত্রের প্রচ্ছন্ন মদনেই নাকি ওই তিন বিধায়ক দলবিরোধী কথা বলেছেন৷ দলের কাছে কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে যান তাপস এবং শতাব্দী৷ দল থেকে সাসপেন্ড হন কুনাল ঘোষ৷ মমতার কড়া সমালোচক ছিলেন অধীর চৌধুরিও৷ কিন্তু চেয়ারে টিকতে পারেননি৷ দলের ভিতরেই তাঁকে নিয়ে ক্ষোভ বাড়ছিল৷ সোমেন কী অধীরের থেকেও বেশি সমালোচনা করবেন মমতাকে? সোমেনকে সভাপতি করে মমতাকেই কী কোনও বার্তা দিলেন রাহুল গান্ধী? উত্তর দেবে সময়৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৯:২৫/২১ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OIZ3uj
September 22, 2018 at 03:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন