দুবাই, ২২ সেপ্টেম্বর- এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরের খেলা চলছে। আজ বিরতি। আগামীকাল আবার মাঠে নামবে দলগুলো। বিকেল সাড়ে ৫টায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ মোকাবেলা করবে আফগানিস্তানের এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে একই সময়ে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ এর আগে আফগানিস্তানের কাছে ব্যাটিং ব্যর্থতায় ১৩৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। এ দুদল এখন পর্যন্ত ৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা উভয়েরই সমান অর্থাৎ তিনটি করে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে শেষ দেখায় ১৩৬ রানের জয় পাওয়ায় এগিয়ে থাকবে আফগানিস্তান। আর টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অপরদিকে আরেক ম্যাচে একই সময়ে মাঠ মাতাবে পাকিস্তান-ভারত। ১৩০ বারের দেখায় ৭৩ বার পাকিস্তান ও ৫৩বার ভারত জয়লাভ করেছে। বাকি চারটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। এশিয়া কাপের মঞ্চে ১২বার মুখোমুখি হয়েছে দল দুটি। সেখানে ভারত ৬টি ম্যাচে এবং পাকিস্তান ৫টি ম্যাচে জয়লাভ করেছে। ১টি ম্যাচে কোনও ফলাফল আসেনি। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাক-ভারত দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত ক্রিকেট বিশ্ব।কিন্তু এবার এশিয়া কাপের কল্যাণে দুটি ম্যাচ দেখার সুযোগ হল ক্রিকেটপ্রেমীদের। এমএ/ ১১:১১/ ২২ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2I8i7iM
September 22, 2018 at 05:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন