কাশ্মীর পুলিশের নতুন প্রধান হলেন দিলবাগ সিং

শ্রীনগর, ৭ সেপ্টেম্বরঃ জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান এস পি বৈদকে সরানো হল। বৃহস্পতিবার রাতে তাঁকে পরিবহণ কমিশনারের পদে বদলি করা হয়েছে। পরবর্তী নিয়োগ না-হওয়া পর্যন্ত তাঁর জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার দিলবাগ সিংকে। তিনি কারা-র ডিজি পদেও রয়েছেন। কেন্দ্রের সঙ্গে এসপি বৈদ-র মতপার্থক্যের মাঝেই এই বদলি। ট্রান্সপোর্ট কমিশনার পদে বদলি করা হয়েছে তাঁকে।

বৃহস্পতিবার রাতে এই নির্দেশ জারি করেন স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আরকে গোয়েল। ২০১৬ সালের ডিসেম্বর মাসে ডিরেক্টর জেনারেলের পদে বসেন ১৯৮৬-র ব্যাচের আইপিএস অফিসার বৈদ। আগামী বছর অক্টোবরে তাঁর অবসর নেওয়ার কথা।
১৯৮৭-র ব্যাচের আইপিএস অফিসার দিলবাগ সিং এর আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। রাজ্য ইন্টেলিজেন্স প্রধান ছিলেন তিনি। কুপওয়ারা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কেরিয়ার শুরু করেন। চলতি বছরের মার্চে কারা দপ্তরের প্রধান করা হয় তাঁকে। ইউপিএসসি তাঁর নামে সম্মতি দিলে স্থায়ীভাবে তাঁকে জম্মু ও কাশ্মীরের পুলিশপ্রধানের পদে নিয়োগ করা হবে। সংশোধনাগারের প্রধান হিসেবে আসার কথা অরুণ চৌধুরীর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wSkyAO

September 07, 2018 at 12:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top