সিনসিটি, ৭ সেপ্টেম্বরঃ ব্যাংকে এক দুষ্কৃতীর এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে তিনজনের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আমেরিকার সিনসিনাটি শহরের ওয়ালনাট স্ট্রিটের ফিফথ থার্ড ব্যাংকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ব্যাংকে ঢুকে গুলি চালাতে শুরু করে এক দুষ্কৃতী। মৃতদের মধ্যে রয়েছেন এক ভারতীয়ও। তাঁর নাম পৃথ্বিরাজ কানদেপি(২৫)। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বাসিন্দা। ওই ব্যাংকে কলসালট্যান্ট হিসেবে কাজ করছিলেন তিনি। এই ঘটনায় আরও যে দু’জনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন লুই ফেলিপ কলডেরন (৪৮) এবং রিচার্ড নিউকামার (৬৪)।
ব্যাংকের তরফে ফোন পেয়ে তিন মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় পুলিশ। অবশেষে পুলিশের গুলিতে মৃত্যু হয় দুষ্কৃতীর।
পুলিশের এক আধিকারিক জানান, ২৯ বছরের ওই দুষ্কৃতীর নাম ওমর এনরিক সানতা পেরেজ। ৯ এমএম সেমি অটোমেটিক পিস্তল ও ২০ রাউন্ড গুলি নিয়ে হামলা চালায় সে।
ভারতীয় দূতাবাস কানদেপির পরিবার, ভারতীয় কমিউনিটি এবং সিনসিনাটি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। পৃথ্বিরাজের মরদেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oOJVAe
September 07, 2018 at 12:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন