মুম্বই, ১৬ সেপ্টেম্বরঃ নরেন্দ্র দাভোলকর, এমএম কালবুর্গি ও গৌরী লঙ্কেশের হত্যাকারীরা একই গোষ্ঠীর। দক্ষিণপন্থী সনাতন সংস্থা ও তার শাখা সংগঠন হিন্দু জনজাগৃতি সমিতির সঙ্গে তাদের যোগ রয়েছে। তবে, কমিউনিস্ট নেতা গোবিন্দ পানসারের হত্যাকাণ্ডের সঙ্গে তাদের যোগ রয়েছে কিনা, তদন্তকারীরা এখনও তা জানতে পারেননি। মহারাষ্ট্রের এক শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিক একথা জানিয়েছেন। তদন্তকারী সংস্থার রিপোর্ট উল্লেখ করে তিনি বলেছেন, ‘হিন্দুধর্মের বিরুদ্ধে সরব হওয়াতেই খুন হতে হয়েছে দাভোলকার, কালবুর্গি ও লঙ্কেশকে। তাঁদের হত্যাকারীদের পালঘাট জেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র মিলেছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QAUuDC
September 16, 2018 at 11:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন