অজগরকে নিয়ে দেদারে সেলফি, বিতর্ক রাজগঞ্জে

রাজগঞ্জ, ২ সেপ্টেম্বরঃ ফের লোকালয়ে ঢুকে পড়া অজগরকে ধরে চলল দেদারে সেলফি তোলা। বনদপ্তরের নিষেধ সত্ত্বেও জলপাইগুড়ির রাজগঞ্জের এই ঘটনায় ফের বিতর্ক দেখা দিয়েছে। পরে বন দপ্তরের কর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করেন।

শনিবার রাতে রাজগঞ্জ ব্লকের অন্তর্গত বেলাকোবা মালীপাড়ার বাসিন্দা যোগেন রায়ের বাড়িতে ঢুকে পড়ে ৮ ফুট লম্বা একটি অজগর। সেটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন যোগেনবাবু। কিন্তু বনকর্মীরা আসার আগেই অজগরটিকে ধরে ফেলেন স্থানীয় এক যুবক। তারপরই সাপটিকে গলায় পেঁচিয়ে, হাতে নিয়ে নানাভাবে চলে সেলফি ও ছবি তোলা। ক্রমাগত অত্যাচারে নিস্তেজ হয়ে পড়ে সাপটি। পরে বনকর্মীরা এলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় পাইথনটিকে। ঘটনায় ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা। তাঁদের মতে, এভাবে অত্যাচারের ফলে অজগরটি মারাও যেতে পারত। তাছাড়া সাপটি যদি কোনোভাবে ওই যুবকের গলা পেঁচিয়ে ধরত, তাহলে ওই যুবকেরও প্রাণসংশয়ের সম্ভাবনা ছিল।  এর আগে বীরভূমের বাবুইজোড় গ্রামে একটি অসুস্থ অজগরকে টানাটানি করে সেলফি তোলার কারণে মৃত্যু হয় সাপটির। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন বনদপ্তরের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।

ছবিটি প্রতীকী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PYBcaJ

September 02, 2018 at 12:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top