কলকাতা, ২ সেপ্টেম্বরঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়। জানা গিয়েছে, শনিবার রাতে স্থানীয় একটি নেলপলিশ কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। কারখানা সংলগ্ন বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকলের ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রবিবার ভোর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
দমকল সূত্রে খবর, কারখানায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তা আশপাশে ছড়াতে শুরু করে। কারখানা সংলগ্ন প্রায় ১৫-১৬টি বাড়িও পুড়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান। অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না বলে জানান দমকলকর্মীরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ov6I3R
September 02, 2018 at 01:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন