আবু ধাবি, ২০ সেপ্টেম্বর- এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দেওয়া ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরে গেছেন ৩ ব্যাটসম্যান নাজমুল-লিটন ও মমিনুল। দলীয় ১৫ রানে শান্ত ও ১৭ রানে লিটন আর মমিনুল আউট হন দলীয় ৩৯ রানের মাথায়। শান্ত ৭ ও লিটন ৬ এবং মমিনুল করেন ৯ রান । এর আগে, এ দিন টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রানের লড়াকু রান সংগ্রহ করে আফগানরা। টাইগারদের হয়ে ৪ উইকেট শিকার করেন সাকিব আল হাসান, ২ উইকেট পান আবু হয়দার রনি। ইতোমধ্যে একটি করে জয় পেয়ে দুই দলই নিশ্চিত করেছে শেষ চারের খেলা। গ্রুপের শেষ ম্যাচের অপেক্ষা না করেই এসিসি শেষ চারের সূচি নির্ধারণ করায় নেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুবিধা আদায়ের বালাইও। তবে এসিসিসির সমালোচিত এই পদ্ধতির বাইরে থেকেও লুকিয়ে আছে টাইগারদের ভালো করার প্রত্যয়। ওয়ানডেতে দুদল মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। তাতে বাংলাদেশের তিন জয়ের বিপরীতে হার দুটিতে। ওয়ানডেতে ২০১৬ (০১ অক্টোবর) সালে সবশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। এমএ/ ১০:২২/ ২০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PSEvQ4
September 21, 2018 at 04:49AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন