ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিন কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের নিষিদ্ধ করেছে ফিফার এথিক্স কমিটি। আন্তর্জাতিক ফুটবলে দুর্নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তে দোষী সাব্যস্ত হন ওই তিনজন। নিষিদ্ধরা হলেন- মার্কেটিং নির্বাহী অ্যারন ডেভিড, তার সহযোগী কস্টাস তাক্কাস এবং ম্যাচ এজেন্ট মিগুয়েল ট্রুজিলো। তাদের প্রত্যেককে ১ মিলিয়ন সুইস ফ্রা বা ১.০৩ মিলিয়ন ডলার জরিমানাও করা হয়েছে। মার্কিন আর্থিক ফেডারেল কোটেব তদন্তের ভিত্তিতে শাস্তি হওয়াদের ফিফার এথিক্স কমিটি এই বড় ধরনের জরিমানা করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফিফায় বড় ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে সংস্থাটির বর্তমান এবং সাবেক নির্বাহী কমিটির পাঁচ সদস্যসহ ১৮জন কর্মকর্তাকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা। বেআইনি কার্যকলাপে সংশ্রিষ্টতা, মানি লন্ডারিং ও প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। এদের অনেকেরই বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা হয়েছে। দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় ফিফার এথিক্স কমিটি সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফার সাবেক সভাপতি মিশেল পাতিনিকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়ার আগে সভাপতি নির্বাচনে ব্যাটার জয়ী হন। তবে দুর্নীতি ও অনিয়মের ব্যাপক অভিযোগের মুখে চারদিন পর পদত্যাগ করেন তিনি। এইচ/২২:৪৬/২০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xsoYQ3
September 21, 2018 at 04:51AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন