তিন সপ্তাহের মধ্যে এসএসসি-র মেধাতালিকা প্রকাশের নির্দেশ

কলকাতা, ১৮ সেপ্টেম্বরঃ ফের ধাক্কা খেল রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বিপাকে পড়ল স্কুল সার্ভিস কমিশন। আইন অমান্য করে মেধাতালিকা ছাড়াই রাজ্যজুড়ে নবম, দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এসএসসি’কে নির্দেশ দিয়েছে, ৩ সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে এসএসসির নিয়োগ সংক্রান্ত আইন অনুযায়ী।
স্কুল সার্ভিস কমিশন ২০১৬-র ১ অক্টোবর নবম, দশম শ্রেণিতে ১২,৬০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়। কয়েক লক্ষ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় বসে ওই বছরেরই ২৭ নভেম্বর। চলতি বছরের ১২ মার্চ ফল প্রকাশ হয়। কিন্তু উত্তর দিনাজপুরের মণিকা রায় সহ কয়েকজন প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন। তাঁরা প্রশ্ন তোলেন, মেধাতালিকা ছাড়া স্কুল সার্ভিস কমিশন কীভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করে?
মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থা বলেন, মামলাকারীদের আবেদনটি যুক্তিযুক্ত এবং বিষয়টিও গুরুতর। তাই শিক্ষক নিয়োগের আগে এসএসসির নিয়োগ সংক্রান্ত আইন অনুযায়ী নবম, দশম শ্রেণির সফল প্রার্থীদের মেধাতালিকা বের করতে হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MLzIy5

September 18, 2018 at 09:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top