শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ ২৭ কেজি সোনা উদ্ধার হল শিলিগুড়িতে। সঙ্গে উদ্ধার হয়েছে নগদ ১০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৮ কোটি ৬১ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে এসটি ভুটিয়া নামে এক ব্যক্তিকে। শনিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা সেবক রোড এলাকায় অভিযান চালান। নির্দিষ্ট নম্বরের একটি বিলাসবহুল গাড়ি আটকে শুরু হয় তল্লাশি। তখনই উদ্ধার হয় ২৭টি সোনার বিস্কুট। প্রতিটির ওজন এক কেজি। ওই গাড়িরই ডিকি থেকে উদ্ধার হয় নগদ ১০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে, ইন্দো-চিন সীমান্ত দিয়ে ওই সোনা এদেশে এসেছে। তদন্তের স্বার্থে আজ তাকে আদালতে তুলে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর।
জানা গিয়েছে, ধৃত এসটি ভুটিয়া একজন ব্যবসায়ী। হস্তশিল্পজাত দ্রব্য রপ্তানিকারক। এছাড়াও নাথুলা বর্ডার ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও রয়েছেন বলে খবর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xDEyYw
September 22, 2018 at 12:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন