২৮ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক ওষুধ ব্যবসায়ীদের

কলকাতা, ২২ সেপ্টেম্বরঃ অনলাইনে ওষুধ কেনা যাবে। কেন্দ্রীয় সরকারের এই ই-ফার্মেসির খসড়া বিলের বিরুদ্ধে ২৮ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ওষুধ ব্যবসায়ীদের একাংশ। তবে ওই দিন এইরাজ্যের ওষুধ ব্যবসায়ীরা দোকান খোলা রেখেই প্রতিবাদে নামবে বলে জানা গিয়েছে।

ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুবোধ ঘোষ বলেন, ‘ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির কাছ থেকে ওষুধ কিনে সরাসরি অনলাইনে ক্রেতাদের কাছে বিক্রি করবে অ্যামাজন, ফ্লিপকার্ট। কেন্দ্রীয় সরকারের এই ই-ফার্মেসি নীতির বিরুদ্ধে ২৮ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’ অনলাইনে এভাবে ওষুধ বিক্রি হলে সমস্যা দেখা দেবে বলে আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। একদিকে যেমন তাঁদের রোজগারের উপর প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। তেমনই অন্যদিকে ওষুধের অপপ্রয়োগের বিষয়টিও এড়িয়ে যেতে পারছেন না বলে মনে করছেন তাঁরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QOWtnV

September 22, 2018 at 12:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top