বর্ধমান, ১৪ সেপ্টেম্বরঃ চিকিৎসকদের বৈঠক চলাকালীন ভেঙে পড়ল চাঙড়। ঘটনায় আহত হয়েছেন দুই চিকিৎসক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরপরই প্রতিবাদে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা।
জানা গিয়েছে, গতকাল হাসপাতালের নিউ বিল্ডিংয়ের মেডিসিনের সেমিনার হলে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারদের ক্লাস চলছিল। ক্লাস চলাকালীন ওই ভবনের ছাদ থেকে একটি চাঙড় ভেঙে পড়ে। প্রথমে সেটি চলন্ত পাখার উপরে পড়ে পড়ুয়া চিকিৎসকদের মাথায় গিয়ে পড়ে। ঘটনায় আহত হন দুই জুনিয়র ডাক্তার। এরপরই মেডিসিন বিভাগের চিকিৎসকরা কাজ ছেড়ে বেরিয়ে যান। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল সুপার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সবাই ফের কাজে যোগ দেন। হাসপাতাল সুপার উত্পল দাঁ জানিয়েছেন,‘ভবনটির অবস্থা খারাপ। বিষয়টি নিয়ে পিডব্লিউডি-কে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qs3Z7X
September 14, 2018 at 11:59AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন