বোস্টন, ১৪ সেপ্টেম্বরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যাসাচুসেটসে গ্যাস পাইপলাইনে পরপর বিস্ফোরণ। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। ম্যাসাচুসেটস পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার অন্তত ৭০টি জায়গায় গ্যাস পাইপলাইন ফেটে গিয়েছে। বিস্ফোরণের ফলে বহু বাড়িতে আগুন লেগে যায়। চারদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলবাহিনী এসে আগুন নেভালেও আতঙ্কে ঘরছাড়া একাধিক পরিবার। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ১০০ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক বাড়ি।
গ্যাসের পাইপলাইনে চাপ বেড়ে যাওয়াতেই এই বিস্ফোরণ হয়েছে বলে দাবি পুলিশের। কয়েকদিন আগেই গ্যাস পাইপলাইন মেরামত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও মেরামতির কাজ শুরু হয়েছিল কিনা তা পুলিশ নিশ্চিত করে জানাতে পারেনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NbtLzm
September 14, 2018 at 11:54AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন