‘গেরুয়া’ রুখল ‘লাল’ জেএনইউ

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বরঃ ডিইউ পারেনি। জেএনইউ পারল। আবারও।
গেরুয়াস্রোতকে রুখে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে ফের আছড়ে পড়ল লালসুনামি। যদিও এবিভিপি-র দাবি, নৈতিক জয় হয়েছে তাদেরই।
এবছর ছাত্র সংসদের ভোটে প্রধান চারটি বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএ, এআইএসএফ, এসএফআই এবং ডিএসএফ জোট বেঁধে তৈরি করেছিল লেফট ইউনিটি। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক-ছাত্র সংসদের চারটি আসনেই এবিভিপিকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে। সভাপতি আসনে জয়ী হয়েছেন লেফট ইউনিটির এন সাই বালাজি। তিনি পেয়েছেন ২১৬১টি ভোট। সহসভাপতি আসনে জয়ী হয়েছেন লেফট ইউনিটির সারিকা চৌধুরি। তিনি পান ২৬৯২টি ভোট। সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক আসনে জয়ী হন বামপ্রার্থী ইজাজ আহমেদ এবং অমুথা। তাঁরা পেয়েছেন যথাক্রমে ২৪২৩ এবং ২০৪৭টি করে ভোট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QxHIWp

September 16, 2018 at 10:36PM
16 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top