সোনামসজিদ সীমান্ত দিয়ে ফেরত আসল তিন বাংলাদেশী নারী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন পথে ৩ বাংলাদেশী নারীকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। সোমবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা পুলিশের ইনটেলিজেন্স শাখার (ডিআইবি) উপ-পরিদর্শক সুভাষ মন্ডল সোনামসজিদে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজার নিকট ওই ৩ নারীকে হস্তান্তর করেন।
ফেরত আসা নারীরা হলেন যশোর জেলার শার্শা থানার কৃষœপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে রহিমা খাতুন(৩২), একই থানার সামাতা গ্রামের দাউদ আলী সরদারের মেয়ে রেহেনা খাতুন(৩২) ও মনিবারমপুর থানার খড়িনচি গ্রামের নবুর আলীর মেয়ে পারভিনা খাতুন(২১)।
পরিদর্শক সেলিম রেজা বলেন, ২০১৬ সালের ৫ মে ভারতের মুম্বাইয়ে পুলিশের কাছে আটক হয় এই ৩জন নারী। পরে তাঁদের মুর্শিদাবাদে সেফ হোমে রাখা হয়। সোমবার হস্তান্তরকালে বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৯-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2NIejew

September 25, 2018 at 05:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top