ডিমা হাসাও জেলায় পুলিশের জালে অস্ত্রশস্ত্র সহ ১১ দুষ্কৃতী

শিলচর, ১৩ সেপ্টেম্বরঃ অস্ত্রশস্ত্র সমেত ১১ জন দুষ্কৃতীকে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। মাইবাং মহকুমার অন্তর্গত নাবালাইডিসা খেপ্রে এলাকা থেকে ওই ১১ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে নয় জনের নাম হচ্ছে দিলন কেম্প্রাই, সলজিত্ থাওসেন, বিশ্বনাথ লাংথাসা, বিসন বাটারি, সুশেন পর্বসা, অরজিত্ লাংথাসা, দীপন নাথ জহরি, সবজিত্ কেম্প্রাই, ও কাঞ্চন নাইডিং। বাকি দুজনের নাম এখনও জানা জায়নি। এদিন বিকেলে সাংবাদিক সন্মেলন করে একথা জানান ডিমা হাসাও জেলার পুলিশসুপার প্রশান্ত শইকীয়া। তিনি বলেন, ‘গত ২১অগাস্ট অগপ নেতা ফিরোজ লাংথাসা মাইবাং থানায় একটি এজাহার দাখিল করে জানান, গত ১৯ অগাস্ট রাতে তাঁর নাবলাইডিসার বাড়িতে সেনা পোষাক পড়ে হাতে একে ৪৭ রাইফেল নিয়ে পাঁচজন দূষ্কৃতী তার খোঁজ করে। এছাড়া মাইবাং থানায় গ্রামবাসীদের পক্ষ থেকে আলাদা আলাদা আরো চারটি এজাহার জমা পড়ে। এরপর বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শুরু করে পুলিশ। মাইবাং থানার এসডিপিও মযাঙ্ক কুমারের নেতৃত্বে মাইবাং পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ দুষ্কৃতীকে গ্রেফতার করে এবং বৃহষ্পতিবার মাইবাং এলাকা থেকে আরো এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।’ পুলিশ সুপার জানান, ধৃতদের কাছ থেকে পুলিশ ৩ টি এসবিবিএল বন্দুক, ১ টি হাতে তৈরি বন্দুক ও ৬ রাউন্ড ১২ বোরের কার্তুজ উদ্ধার করে। ধৃত ওই ১১ জন দুষ্কৃতী কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নয় বলে জানান পুলিশ সুপার। তারা গ্রামবাসীদের ভয় দেখিযে টাকা পয়সা লুট ও এলাকায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OjpuGK

September 13, 2018 at 08:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top