বামেদের মিছিল থেকে পুলিশের গায়ে ছেটানো হল কেরোসিন

শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ ইসলামপুরের ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে বামেদের মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জ্বালানোর নামে পুলিশের গায়ে কেরোসিন তেল ছেটানো হল। ভিড়ের মধ্যে থেকে জ্বালিয়ে দেওয়ার আওযাজও উঠল। শুধু তাই নয়, বামেদের বিরুদ্ধে পুলিশের গায়ে হাত তোলারও অভিযোগ উঠল। বাম নেতারা সবকিছু অস্বীকার করলেও বাম নেতাকর্মীদের কয়েকজন এদিন যেভাবে পুলিশের উপর চড়াও হয়, তাতে বামেরা যে তাদের কর্মীদের কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারেনি তা স্পষ্ট হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। মিছিল থেকে ছেটানো কেরোসিন তেলে শিলিগুড়ি থানার আইসি দেবাশিস বসু, খালপাড়া ফাঁড়ির ওসি সুবল ঘোষ ও পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি সমীর তামাংয়ের চোখমুখ, উর্দি ভিজে যায়। ঘটনার পর থেকেই পুলিশ সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবন ঘিরে রাখে। যদিও সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
সোমবার বিকেল ৫টা নাগাদ শিলিগুড়িতে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে দার্জিলিং জেলা বামফ্রন্ট একটি মিছিল বের করে। মিছিলে মুখ্যমন্ত্রীর কুশপুতুল ছিল। বামেরা হাসমিচকে ওই কুশপুতুল পোড়ানোর পরিকল্পনা করে। কিন্তু পুলিশ তাতে বাধা দেওয়াতেই বাম কর্মীসমর্থকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। বাম সমর্থকরা অবশ্য এর মধ্যেই কুশপুতুলে কেরোসিন তেল ঢেলে তা পোড়াতে যান। অভিযোগ, এই সময়ই শিলিগুড়ি থানার আইসি, খালপাড়া ফাঁড়ি ও পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসির গাযে কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MZzbbL

September 24, 2018 at 11:16PM
24 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top