টরন্টো, ২১ সেপ্টেম্বর- আগামী ২৩ অক্টোবর ২০১৮-তে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল নির্বাচনে স্কারবোরো সাউথ-ওয়েষ্ট এলাকা থেকে কাউন্সিলর পদপ্রার্থী মহসীন ভূঁইয়ার পক্ষে অন্যান্য সকল বাংলাদেশি কাউন্সিল প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে এখন বাংলাদেশি একক প্রার্থী হিসেবে মহসীন ভূঁইয়া লড়বেন শক্তিশালী প্রার্থী গ্যারি ক্রোফোর্ড এবং মিশেল-এর সাথে। এ আসনে মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমিউনিটি নেতৃবৃন্দরা মনে করছেন একক প্রার্থী হওয়ায় বাংলাদেশি প্রার্থির জয়লাভের সম্ভাবনা অনেক বেড়ে গেলো। সর্বশেষ (২১ সেপ্টেম্বর) মহসীন ভূঁইয়াকে সমর্থন করে যারা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তারা হলেন, সনি মীর ও শরীফ আহমেদ। সপ্তাহ খানেক আগে মনোনয়ন প্রত্যাহার করেন হিশাম চিশতি এবং তারও আগে মনোনয়ন প্রত্যাহার করেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শামছুল আলম। সকলের একই কথা- একজন প্রার্থী থাকলে বিজয়ের সম্ভাবনা বেশি। উল্লেখ্য, অতি সম্প্রতি অন্টারিও প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশি বংশদ্ভূত ডলি বেগম বিপুল ভোটে এমপিপি নির্বাচিত হয়ে মূলধারার রাজনীতিতে বাংলাদেশ কমিউনিটির নাম লিখিয়েছেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PQJel6
September 22, 2018 at 09:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top