সোপিয়ানে নিখোঁজ ৩ পুলিশকর্মীর দেহ উদ্ধার

শ্রীনগর, ২১ সেপ্টেম্বরঃ দুই স্পেশাল অফিসার ও এক পুলিশকর্মীকে অপহরণ করে খুন করল সন্ত্রাসবাদীরা। অপহৃত আরেকজনকে মুক্তি দেয় তারা। উদ্ধার হয়েছে পুলিশকর্মী ফিরদৌস আহমেদ কুচে, কুলদ্বীপ সিং, নিসার আহমেদ ধোবি-র দেহ। পুলিশকর্মীর ভাই ফৈয়াজ আহমেদ ভাটকে ছেড়ে দেয় সন্ত্রাসবাদীরা।

শুক্রবার সকাল থেকেই সোপিয়ান থেকে আচমকা নিখোঁজ ছিলেন এই চার পুলিশকর্মী। সূত্রের দাবি, সন্ত্রাসবাদীরা ওই পুলিশকর্মীদের বাড়িতে ঢুকে তাঁদের অপহরণ করেছে। এদের মধ্যে তিনজন ছিলেন স্পেশাল পুলিশ অফিসার ও এক কনস্টেবল। এঁদের বাড়ি সোপিয়ানের কাপরিন গ্রামে।

স্যোশাল মিডিয়ায় হিজবুল মুজাহিদিন জঙ্গিদের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের পদত্যাগ করতে বলা হয়। তা না হলে খুনের হুমকি দেওয়া হয়। পদত্যাগ করে তার প্রমাণ ইন্টারনেটে দিতে বলা হয়। যারা তা করবেন না, তাদের পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়। দুই মিনিটের ভিডিয়োয় হিজবুল জঙ্গিরা রীতিমতো হুমকি দিয়েছে। মনে করা হচ্ছে ভিডিও-র পিছনের কণ্ঠস্বর হিজবুলের মুখপাত্র উমর ইবন খৈতাবের। এরপরই এদিন চারজন পুলিশকর্মীর নিখোঁজ ও খুনের ঘটনা সামনে এসেছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NYwMT7

September 21, 2018 at 11:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top