জুনাগড়, ২১ সেপ্টেম্বরঃ গুজরাটের গির অরণ্যে ১১ দিনে উদ্ধার হল অন্তত ১১টি এশিয়াটিক সিংহের মৃতদেহ। আধিকারিকদের দাবি, এদের কয়েকটির মৃত্যু হয়েছে ফুসফুসে সংক্রমণের কারণে। আর কয়েকটির প্রাণ গিয়েছে নিজেদের মধ্যে মারামারি করে।
কর্তৃপক্ষের তরফে মনে করা হচ্ছে মোট ১২টি সিংহের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনটি পূর্ণবয়স্ক সিংহ, দুটি পূর্ণবয়স্ক সিংহী ও ৬টি শাবক রয়েছে। অত্যন্ত খারাপ অবস্থায় উদ্ধার হওয়া আর একটি দেহ সিংহেরই কি না, তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না আধিকারিকরা। এদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট সরকার।বাকি সিংহদের মধ্যে যাতে এই সংক্রমণ না ছড়ায় সেজন্য তাদের প্রতিষেধক দেওয়া হয়েছে।
আমরেলি রেঞ্জের ধারা এলাকা থেকে তিনটি ও রোনিয়া এলাকা থেকে বাকি দেহগুলি উদ্ধার করা হয়েছে। এশিয়াটিক সিংহ যে কয়েকটি অরণ্যে দেখতে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম গুজরাটের গির। ২০১৫ সালের গণনা অনুযায়ী, ৫২৩টি সিংহ ছিল গিরে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OHjvvs
September 21, 2018 at 11:33AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন