মাঝেরহাট ব্রিজের তলা থেকে উদ্ধার আরও একটি দেহ

কলকাতা, ৬ সেপ্টেম্বরঃ ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের তলা থেকে উদ্ধার হল আরও একটি দেহ। ভেঙে পড়ার প্রায় ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয় দেহটি। সব মিলিয়ে ব্রিজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।  ভেঙে পড়ার পরই আশঙ্কা করা হচ্ছিল, অন্তত দুজন সেতুর নিচে চাপা পড়েছেন। বুধবার প্রণব দে বলে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয় ধ্বংসস্তূপের তলা থেকে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টা নাগাদ আরও এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম গৌতম মণ্ডল। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার তেঁতুলিয়ার বর্ডার পাড়ায়।এই নিয়ে মাঝেরহাট কাণ্ডে হতাহতের সংখ্যা দাঁড়াল ২৭।  আহত অবস্থায় ১৩ জন এখনও হাসপাতালে ভর্তি। বাকি ১১ জন আহতকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে আপাতত উদ্ধারকাজ বন্ধ রাখছে বলে এনডিআরএফের তরফে জানানো হয়েছে। এনডিআরএফের ডেপুটি কমান্ডেন্ট এস এস খাত্রি বলেন, আমাদের পাঁচটি টিম এখানে কাজ করছিল। ৪ সেপ্টেম্বর থেকে আজ সকাল পর্যন্ত টানা উদ্ধারকাজ চলেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q9z7sU

September 06, 2018 at 11:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top