লেবাননে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উৎসব উদযাপন

Untitled-1

লেবানন থেকে বাবু সাহাঃ লেবাননে ৯ সেপ্টেম্বর রোববার দাওড়া ইন্দো-লংকা স্টোরে সার্বজনীন শুভ জন্মাষ্ঠমী উৎসব উদযাপন কমিটি ও ইসকন-লেবানন এর যৌথ আয়োজনে সারা দিন ব্যাপি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করা হয়। জন্মাষ্ঠমী উৎসবে বিশেষ আয়োজনের মধ্যে ছিল পবিত্র গীতা পাঠ, কীর্তন, ভোগ আরতি, কৃষ্ণ কথা ও প্রসাদ বিতরন।দীর্ঘ ৬ বছর যাবত লেবাননে অনুষ্ঠিত হচ্ছে শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব।সকাল থেকেই লেবাননে বসবাসরত হিন্দু ধর্মের অনুসারীরা দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে থাকে।এক সময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠান স্থল।বাবু অশ্বিনী দাসের গীতা পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।এরপর প্রবাসী বাংলাদেশিদের পরিবেশনায় শুরু হয় কীর্তন।কীর্তনে আরো অংশ গ্রহন করেন লেবাননে ইসকন এর প্রতিনিধি লেবানিজ প্রেমাধান দাস।পূজার্চ্চনা করেন শ্রী মধুকরন দাস।পূজা মন্ডপ সজ্জায় ছিলেন লিটন ভৌমিক।

কীর্তন শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।প্রতি বৎসর লেবাননে বসবাসরত বাংলাদেশ ও ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উৎসব পালন করা হয়ে থাকে।এছাড়া কয়েকজন বিদেশী অতিথিও জন্মাষ্ঠমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জন্মাষ্ঠমী উৎসবে উপস্থিত ছিলেন, আমরা সনাতনী ও আমরা প্রবাসী সংগঠনের সভাপতি ডঃ গৌরচাঁদ শংকর ও যদু দাস, জন্মাষ্টমী উদযাপন কমিটির পক্ষে বাবুল ধর, বিমল কর্মকার, রিপন দেবনাথ, উজ্জ্বল কর্মকার, গণেশ মজুমদার, বিপ্লব ভক্ত, খোকন ঘোষ, দুলাল ভূঁইয়া, প্রশান্ত পাল, রকি সাহা, সমীর দেবনাথ, শিমুল মজুমদার, দীপংকর, দীপক দেবনাথ, রুবেল ভৌমিক, চন্দন দেবনাথ, নয়ন কর্মকার, হারাধন সূত্রধর, লিটন দেবনাথ সহ আরো অনেকে।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2MYR6nY

September 10, 2018 at 02:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top