কলকাতা, ৩০ সেপ্টেম্বর- ব্যাগ কাঁধে আর ওঠা যাবে না মেট্রোতে। এমনটাই জানা যাচ্ছে কলকাতা মেট্রো রেল সূত্রে। তবে ব্যাগ সামনের দিকে নিয়ে ওঠার বিধান দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রী সুরক্ষার জন্য সব সময়েই কাজ করে থাকে মেট্রো রেল। সেরকমই একটি ভাবনা এই কাঁধে ব্যাগ না নেওয়া। ভিড় বাসে উঠেছেন। কাঁধে ব্যাগ। বাসে ওঠা মাত্রই বলতে শুরু করে দিল, গেটের সামনে দাঁড়াবেন না। ভিতরে চলে যান, অনেক ফাঁকা। কন্ডাক্টরের নাগাড়ে কচকচানিতে আপনি মানব স্রোত পেরিয়ে ভিতর দিকে যাবার চেষ্টা করলেন। সমস্যার শুরু ঠিক এখান থেকেই। ফাইল ছবি এবারের মন্তব্য দাঁড়িয়ে থাকা যাত্রীদের। এত বড় ব্যাগ কাঁধে নিয়ে ওঠেন কেন? কিংবা ব্যাাগটা সামনে নিন। এরকম হাজারও মন্তব্য পেরিয়ে যদিওবা এক চিলতে জায়গায় দাঁড়ানো গেল, আবারও প্রশ্ন। এবারের প্রশ্নকর্তা একজনই। যিনি আপনার ঠিক পিঠোপিঠি দাঁড়িয়ে রয়েছেন। দাদা , দিদি বা ভাই ব্যাগ সামনে নিন। দাঁড়ানো যাচ্ছে না। ঠিক একই সমস্যা হয় মেট্রোতেও। অফিস টাইমে ভিড় বেশী মেট্রোয়। মেট্রো ছাড়া যাবে না। গাদাগাদি করে উঠতেই ঠিক বাসের মতোই মন্তব্য উড়ে আসবে। তফাৎ, এ যাত্রায় আপনার কান পচাবে না কনডাক্টর। ভিড় থেকে ব্যাগ নিয়ে মন্তব্যের পাহাড় পেরিয়ে ভিতরে দিকে যেতে গেলেও রাশি রাশি অভিযোগ ব্যাগ নিয়ে। এদিকে দুই কামড়ার মাঝেও ফাঁকা। নিষেধ থাকলেও বহু মেট্রো যাত্রী সেখানে দাঁড়িয়ে থাকেন। সেখানেও জায়গা নেই। অতঃপর গালমন্দ সহ্য করতে করতেই অফিস যাতায়াত। এই সমস্যা প্রতিদিনের। অনেকে ব্যাগ কাঁধে ফেলে রাখেন ব্যাগ। এতে সমস্যা হয় না। অনেকে যিনি আসনে বসে আছেন তার হাতে ব্যাগ ঝোলা ধরিয়ে দেন। অনেকে মেট্রোর বিধান অনুযায়ী ব্যাগ সামনে নেন। কিন্তু সেই সংখ্যা নেহাত বেশী নয়। কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যাগ কতটা ভারী বা কতটা বড় সেটা সহযাত্রীদের সমস্যা নয়। সমস্যা হল ব্যাগ পিঠে থাকা। কারন ভিড় মেট্রোতে ব্যাগ সারাক্ষন পিছনের যাত্রীর পিঠে ঘষা খায়, যা যথেষ্ট অস্বস্তির কারন। এমন বহু অভিযোগ আমাদের কাছে এসেছে। সহযাত্রীদের সঙ্গে ক্ক-অপারেট করা উচিৎ বলে আমাদের মনে হয়েছে। সেই জন্যই আমাদের এই প্রচার। একইসঙ্গে তিনি বলেন, আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় নয়। মেট্রোর টিভিতে অডিও ভিস্যুয়াল মাধ্যমে প্রচার করছি। স্টেশনে ব্যানার দেওয়া হচ্ছে। পাশাপাশি আনাউন্সমেন্টও করা হচ্ছে। যাত্রীদের সুবিধা অসুবিধা দেখা আমাদের কর্তব্য। কাউকে ব্যাগ কাঁধে নিয়ে মেট্রোতে চড়তে বারন করা তো যায় না। মেট্রোতে উঠে তিনি যেন তার ব্যাগ সামনে নিয়ে নেন এবং তার সহযাত্রীর যাত্রাও সুখকর করেন সেটার জন্যই আমাদের এই পরিকল্পনা এবং প্রচার। তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/১০:২০/৩০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Nb3CvJ
October 01, 2018 at 04:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top