দুবাই, ২৮ সেপ্টেম্বর- এশিয়া কাপের ফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। ওপেনার লিটন দাস এবং মেহেদি মিরাজের উদ্বোধনী জুটিতে ১২০ রান তোলে টাইগাররা। যা ২০১৬ সালের পর সবচেয়ে বড় ওপেনিং জুটি। ওই জুটি ভাঙার পর ১৫১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করে ক্রিজে থাকা লিটনও ফিরে যান। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৪২.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলেছে। এ ম্যাচে ওপেনে সৌম্য সরকারের পরিবর্তে মেহেদি মিরাজকে ওপেনে নামিয়ে চমক দেয় বাংলাদেশ। মেহেদি মিরাজও ভালো শুরু করেন। এরপর নিজের ৩২ রানে কেদার যাদবের বলে ক্যাচ দিয়ে ফেরেন। তারপরে ৩১ রানে আরও ৪ উইকেট হারায় বাংলাদেশ। নিজের ২ রানে ফেরেন ইমরুল।দলের অন্যতম ভরসা মুশফিকও ফেরেন ৫ রানে ক্যাচ দিয়ে। শূন্য রানে কোন বল খেলার আগেই রান আউট হন মিঠুন। এছাড়া মাহমুদুল্লাহ আউট হন ৪ রান করে। তবে লিটন দাস খেলে যাচ্ছিলেন। তিনি ১১৭ বলে ১২১ রান করেন। তার বিদায়ের পর ক্রিজে এসে ফিরে যান মাশরাফিও। এখন ক্রিজে আছেন সৌম্য সরকার এবং নাজমুল ইসলাম অপু। এশিয়া কাপে ভারত ফিল্ডিংয়ে ভালো করায় প্রথমে ফিল্ডিং করার এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আফগানদের বিপক্ষে যে পাঁচজন ভারতের দলে ছিলেন না তারা এ ম্যাচে আবার দলে ফিরেছেন। বাংলাদেশ এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দলে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। তার বদলে দলের বাইরে রাখা হয়েছে মুমিনুল হককে। বাংলাদেশ দল চাপ সামলে ফাইনালে উঠেছে। আর তাই ভারতের বিপক্ষে ফাইনালে দল ভালো করবে বলে আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু। ভারত একাদশ: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, এমএস ধোনি, কেদাব যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল। সূত্র: সমকাল এমএ/ ০৮:২২/ ২৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xW7Xgx
September 29, 2018 at 02:36AM
28 Sep 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top