ফের কমল টাকার দাম

মুম্বই, ৩ অক্টোবরঃ আবারও কমল ডলারের তুলনায় টাকার দাম। ১৩ শতাংশ কমে ৭৩ টাকার ঘর ছুঁল টাকার অঙ্ক। ২০১৮ সালে এশিয়ার সবচেয়ে অধঃগতিতে চলা মুদ্রা হল টাকা।

ভারতের চিন্তা বাড়িয়ে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ১০০ ডলারে পৌঁছনোর আশঙ্কা রয়েছে। ভারত পৃথিবীর অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। ফলে এই অবস্থা চলতে থাকলে আবারও ধাক্কা লাগতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম বাড়া ও অন্যান্য কারণে টাকার মূল্য এভাবে কমে যাচ্ছে।

এদিন প্রতি ডলারে টাকার দাম রেকর্ড সংখ্যক কমে দাঁড়িয়েছে, ৭৩.৪১ টাকায়। আগামীদিনে তা ৭৪ এর ঘরে নামবে বলেও মনে করা হচ্ছে। বাজার ওঠানামার ভয়ে ভারতীয় স্টক থেকে ৯.১ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IysgWt

October 03, 2018 at 12:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top