কৃষ্ণের জন্ম প্রমাণপত্র চেয়ে আরটিআই ছত্তিশগড়ের এক ব্যক্তির

মথুরা, ৩ অক্টোবরঃ কৃষ্ণের জন্ম কবে হয়েছিল তা সঠিকভাবে না জানা থাকলেও প্রতিবছরই জন্মাষ্টমীর দিন দেশজুড়ে মহাসমারোহে পালিত হয় কৃষ্ণের জন্মের উৎসব। সেদিনই কৃষ্ণের জন্ম হয়েছিল কি না তা জানতে চেয়ে এবার আরটিআই করলেন ছত্তিশগড়ের এক ব্যক্তি। বার্থ সার্টিফিকেটের পাশাপাশি কৃষ্ণ যে ভগবান তারও প্রমাণ চেয়েছেন ওই ব্যক্তি। তিনি কৃষ্ণের বার্থ সার্টিফিকেটের একটি কপি চেয়ে মথুরা জেলা প্রশাসনের কাছে আবেদনও জানিয়েছেন।

এপ্রসঙ্গে মথুরার পাবলিক ইনফর্মেশন অফিসার রমেশ চন্দ্র বলেন, ‘সাধারণ মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও ভরসার সঙ্গে জড়িয়ে থাকা এই ধরনের বিষয়ের উত্তর খোঁজা খুবই কঠিন। তাই ধন্দে পড়েছেন দপ্তরের আধিকারিকরা।’
ওই ব্যক্তি তাঁর আবেদনে লিখেছেন, ৩ সেপ্টেম্বর দেশজুড়ে জন্মাষ্টমী পালন করা হয়েছে। সেদিনই যে তিনি জন্মেছিলেন দয়া করে তা প্রমাণ করার জন্য বার্থ সার্টিফিকেটের এক কপি দেওয়া হোক।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NXO97s

October 03, 2018 at 12:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top