ঢাকা, ১০ অক্টোবর- কন্ডিশন বাংলাদেশের অনুকুলে ছিল। কিন্তু ম্যাচের দিন কক্সবাজারের আবহাওয়া আর বাংলাদেশের অনুকুল থাকলো না। গরম আবহাওয়ায় সুবিধা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বঙ্গোপসাগরের নিন্মচাপ সুবিধা দিয়ে দিল ফিলিস্তিনকে। নরম আবহাওয়ায় তারা ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠে গেল। এর আগে গত মঙ্গলবার বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে কক্সবাজারে বৃষ্টি এবং কর্দমাক্ত মাঠে খেলতে অসুবিধা হয়েছিল ফিলিপাইন এবং তাজিকিস্তানের। তাতে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে তাজিকিস্তান। পরের দিন বিশ্রামহীন কর্দমাক্ত আবার জায়গায় জায়গায় খটখটে মাঠে খেলা আরও কঠিন হয়ে গেলো বাংলাদেশ-ফিলিস্তিনের জন্য। বাংলাদেশ অবশ্য ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে লড়ে গেছে। তবে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালটা অসম শক্তির লড়াই ছিল বলতে হবে। র্যাংকিংয়ে একশ তে থাকা ফিলিস্তিনের সামনে ১৯৩ র্যাংকিংয়ে থাকা বাংলাদেশের দাঁড়াতে পারার সম্ভাবনা কমই ছিল। তবে দেশের মাটিতে, চেনা কন্ডিশনে, পরিচিত জল-হাওয়া ছিল জামাই ভূঁইয়াদের আত্মবিশ্বাসের খোরাক। কক্সবাজারে স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি তাই স্মরণীয় করে রাখার প্রত্যাশা ছিল দলের। কিন্তু ম্যাচের প্রথমার্ধে তাতে এক ধাক্কা খায় জেমি ডের শিষ্যরা। প্রথমে মনে হয়েছিল কাদা-পানির মাঠে বাংলাদেশেরই লাভবান হবে। যদিও অধিনায়ক জামাল ভূঁইয়ার যুক্তি, নিন্মচাপে আবহাওয়া ঠান্ডা থাকলে লাভবান হবে ফিলিস্তিন। কন্ডিশন থেকে বাংলাদেশ সুবিধা পাবে যদি আবহাওয়া গরম থাকে। ঝিরিঝিরি বৃষ্টি আর নরম আবহাওয়া মিলিয়ে ফিলিস্তিন হয়তো সেই সুবিধাই পেয়েছে। ম্যাচের প্রথমার্ধের এক গোল এবং শেষ বাঁশি বাজার আগে গোল দিয়ে উঠে গেছে ফাইনালে। সূত্র: সমকাল এমএ/ ০৪:২২/ ১০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QGNJiK
October 10, 2018 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top