মানামা, ১০ অক্টোবর- বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবন ধ্বসে ৪ বাংলাদেশি মারা গেছে এবং আহত হয়েছে আরও ২৫ জন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবন ধ্বসের পরই উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। এদিকে বাহরাইন পুলিশের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাহরাইনে একটি ভবন ধ্বসে ২০ জন আহত হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার মানামার পাশে সালমানিয়াতে একটি পুরাতন ভবন ধ্বসে যায়। তিন তলা ওই ভবনে বিদেশি শ্রমিকরা থাকতেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। যে কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার পরই আগুন নেভানোর সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে যায় ৬০ জন উদ্ধারকর্মী। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/ ১০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NAUoJo
October 10, 2018 at 10:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top