মুম্বাই, ২৪ অক্টোবর- বক্স অফিসে শাসন জারি রেখেছে বলিউড ছবি বাধাই হো। ৫০ কোটির ঘর অতিক্রম করেছে ছবিটি। এখন পর্যন্ত এ ছবির সর্বসাকুল্যে আয় ৫৬ কোটি ৮৫ লাখ রুপি। অন্যদিকে একই দিন মুক্তিপ্রাপ্ত নমস্তে ইংল্যান্ড ব্যবসা করতে পারেনি। বাধাই হোর বক্স অফিস সংগ্রহ আবারও প্রমাণ করল, ভালো চিত্রনাট্য হলে দর্শক সে ছবি দেখবেই। হিন্দি ছবির মধ্যবিত্ত দর্শক সব সময়ই ভালো চিত্রনাট্য, অভিনয় দক্ষতা ও চিন্তাশীল সিনেমার ওপর জোর দেয়। বাধাই হো ছবির চিত্রনাট্য সামাজিক শিক্ষা আশ্রিত। অপরিকল্পিত গর্ভধারণ নিয়ে মধ্যবয়সী এক যুগলের লড়াইয়ের কাহিনী এ ছবি। অভিনয় করেছেন নীনা গুপ্ত ও গজরাজ রাও। অপরিকল্পিত গর্ভধারণ তাঁদের জীবন ও পরিবারের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়েই এগিয়েছে ছবিটির গল্প। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে বাধাই হোর বক্স অফিস সংগ্রহ নিয়ে লিখেছেন সিনেব্যবসায় বিশেষজ্ঞ তারান আদর্শ। তারানের টুইট, টিকেটের জানালায় বাধাই হো তার কর্তৃত্ব বজায় রেখে চলেছে...সোমবারের মতোই আয় ছিল মঙ্গলবার, যা সত্যিই অসাধারণ... বৃহস্পতিবার ৭.৩৫ কোটি, শুক্রবার ১১.৮৫ কোটি, শনিবার ১২.৮০ কোটি, রোববার ১৩.৭০ কোটি, সোমবার ৫.৬৫ কোটি, মঙ্গলবার ৫.৫০ কোটি রুপি। সর্বমোট : ৫৬.৮৫ কোটি রুপি আয় করেছে। অন্ধধুন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও দঙ্গলকন্যা সানিয়া মালহোত্রা অভিনীত বাধাই হোর প্রশংসায় পঞ্চমুখ দর্শক। সমালোচকেরাও ছবিটির প্রশংসা করছেন। অন্যদিকে ফিল্মফেয়ার ডটকম বলছে, নমস্তে ইংল্যান্ড এ পর্যন্ত সর্বসাকুল্যে আয় করেছে সাত কোটি রুপি। তথ্যসূত্র: এনটিভি একে/০৮:০০/২৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2D3gKT4
October 25, 2018 at 02:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top