নয়াদিল্লি, ২৪ অক্টোবরঃ ২০২০ সালের ১ এপ্রিল থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে ‘ভারত স্টেজ ফোর বা বিএস ফোর(IV) গাড়ির বিক্রি। বুধবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দেয়। ফলে দেশজুড়ে বিক্রি হবে শুধু বিএস সিক্স(VI) গাড়ি।
কেন্দ্র ও ‘অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’-র তরফে আরও ৬ মাস সময়সীমা বাড়াতে আদালতে আবেদন করা হয়েছিল। বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যেই তারা গাড়ি তৈরি বন্ধ করে দেবে। কিন্তু, তার আগে তৈরি গাড়িগুলি বিক্রির জন্য অতিরিক্ত সময় দিতে। যা নাকচ করে দেয় বিচারপতি মদন বি লকুর, সি আবদুল নাজির ও দীপক গুপ্তার বেঞ্চ। শীর্ষ আদালত জানায়, দূষণমুক্ত জ্বালানির জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্ধারিত সময়সীমার পর ‘ভারত স্টেজ VI’-র থেকে নিম্নমানের গাড়ি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানায় পেট্রোলিয়াম মন্ত্রক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yw0h5I
October 24, 2018 at 08:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন