জগন্নাথ মন্দিরে পুলিশ প্রবেশের শর্ত

নয়াদিল্লি, ১০ অক্টোবরঃ জুতো পরে ও আগ্নেয়াস্ত্র নিয়ে কোনো পুলিশকর্মী পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবেন না, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্তের বেঞ্চ। লাইনে দাঁড়িয়ে পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশ ব্যবস্থার প্রতিবাদে গত ৩ অক্টোবর ১২ ঘন্টার হরতাল ডেকেছিল একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সেদিন মারমুখী জনতা ব্যারিকেড ভেঙে মন্দিরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। জুতো পরে আগ্নেয়াস্ত্রধারী পুলিশের মন্দিরে প্রবেশের বিরুদ্ধে হস্তক্ষেপ চাওয়া হয় শীর্ষ আদালতের। তারই প্রেক্ষিতে আদালতের এই নির্দেশ। সেদিনের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পুণ্যার্থীদের লাইন দিয়ে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশের বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে ছিল। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পরিচারকরাও এর বিরোধিতা করেছেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A3i31q

October 10, 2018 at 11:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top