গোপালপুর, ১১ অক্টোবর ঃ ওডিশার গোপালপুর সৈকতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার ভোর ৫:৪০ নাগাদ ১৭৫ কিমি বেগে তিতলি আছড়ে পড়ে গোপালপুরে। এছাড়া ঝড়ের প্রভাব পড়েছে ওডিশা ও অন্ধ্রপ্রদেশের পাঁচটি রাজ্যে। এখনও পর্যন্ত ঝড়ের কবলে পড়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সৈকত এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে ওডিশা প্রশাসন। আবহবিদরা বলছেন, বঙ্গোপসাগরের উত্তর ভাগ ও ওড়িশার দক্ষিণ উপকূলে সব চেয়ে তীব্র হতে পারে তিতলির আক্রমণ। ওড়িশার দক্ষিণ উপকূলে ঝড়ের তীব্রতা থাকতে পারে ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার মতো। এর জেরে আরও উত্তাল হতে পারে সমুদ্রও। শুধু তাই নয়, উপকূলবর্তী এলাকায় বন্যা ও ধসের মতো ঘটনাও ঘটতে পারে। বেশি সতর্কতা জারি গঞ্জাম, খুরদা, জগৎসিংপুর ও পুরীতে। ঝড়ের জেরে ব্যাহত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন পরিসেবা। বাতিল করা হয়েছে বহু ট্রেন। কখন থেকে ফের ট্রেন পরিসেবা শুরু হবে তা জানাতে পারেনি রেল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QD67ZG
October 11, 2018 at 11:04AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন