আরটিআইয়ের আওতায় এল বিসিসিআই

মুম্বই, ২ অক্টোবরঃ তথ্য জানার অধিকার আইন(আরটিআই)-এর আওতায় আনা হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই)-কে। সোমবার কেন্দ্রীয় তথ্য কমিশন(সিআইসি) এক বার্তায় বিসিসিাই-এর আরটিআইয়ে অন্তর্ভুক্তির কথা ঘোষণা করে।

নির্দেশ অনুয়ায়ী, তথ্য জানার আইনের ২ ধারার ‘এইচ’ উপধারা মেনেই গঠনতন্ত্র চালাতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। যার অর্থ, ভারতীয় ক্রিকেট বোর্ড ও তার অন্তর্ভুক্ত সংস্থা, ক্রিকেটার-সহ ভারতীয় নাগরিকদের যে কোনও প্রশ্নেরই উত্তর দিতে দায়বদ্ধ থাকবে।
এর ফলে সাধারণ মানুষের বিসিসিআই-এর কাছে কিছু জানার থাকলে তার উত্তর দিতে বোর্ড বাধ্য থাকবে। এর ফলে সাধারণ মানুষ প্রশ্ন পাঠাতে পারেন, তার জন্য অনলাইন ও অফলাইন ব্যবস্থা করতে বলা হয়েছে। এর বন্দোবস্তের জন্য বিসিসিআইকে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে কমিশন।

আরটিআই আবেদনকারী জনৈক গীতা রানির আবেদনের প্রেক্ষিতেই কমিশন এই নির্দেশ দিয়েছে। টিম ইন্ডিয়ায় কী ভাবে খেলোয়াড়দের নির্বাচন করা হয়, সে সম্পর্কে বিসিসিআইয়ের গাইডলাইন জানতে চেয়ে আরটিআই করেছিলেন গীতাদেবী।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QlA14L

October 02, 2018 at 01:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top