তিরুবনন্তপুরম, ২ অগাস্টঃ আজ ভোরবেলায় মৃত্যু হল ভায়োলিনবাদক বালাভাস্কর চন্দ্রন(৪০)-এর।
২৫ সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রখ্যাত মালয়ালি সুরকার এবং ভায়োলিনবাদক বালাভাস্কর চন্দ্রন ও তাঁর স্ত্রী-কন্যা। পাল্লিপুরম সিআরপিএফ ক্যাম্পের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল দু’বছরের ছোট্ট তেজস্বিনীর। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বালা, তাঁর স্ত্রী লক্ষ্মী ও গাড়ির চালক অর্জুন।
তাঁর মৃত্য সংবাদে শোকের ছায়া শিল্পীমহলে। তাঁর ভায়োলিনের ভক্ত অগুনতি। মাত্র সতেরো বছর বয়সে ‘মঙ্গলা পল্লক’ নামে একটি মালয়ালম ছবিতে সুর দিয়ে জনপ্রিয়তা পান তিনি। এরপর অনেক ছবি, অ্যালবামে কাজ করেছেন এই দক্ষিণী তরুণ শিল্পী। বালালীলা নামে একটি ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০০৮ সালে বিসমিল্লা খান যুব সঙ্গীতকার পুরস্কার পান বালাভাস্কর। কেন্দ্র সঙ্গীত নাটক অ্যাকাডেমি ইনস্ট্রুমেন্টাল মিউজিক(ভায়োলিন)-এর জন্য এই পুরষ্কার দেয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ox0C1i
October 02, 2018 at 12:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন