অসমে হেনস্তার শিকার শান

নয়াদিল্লি, ৩০ অক্টোবরঃ স্টেজে গান করেত ওঠা দেশের অন্যতম জনপ্রিয় গায়ক শানকে হেনস্তা করা হল। তাঁকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ছুড়ল পাথর, কাগজের বল। দর্শকাসন থেকে বলা হয় ‘এটা বাংলা নয়, অসম।’ বাধ্য হয়ে গান থামিয়ে শান বলেন, ‘এটাকে রাজনৈতিক সভা বানানোর চেষ্টা করবেন না। একজন শিল্পীর সঙ্গে কখনও এমন করবেন না।’ বলে স্টেজ থেকে নেমে যান তিনি। পরে উদ্যোক্তাদের অনুরোধে ফের অনুষ্ঠান শুরু করেন তিনি।

২৯ অক্টোবর গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামের ঘটনা। শান জানান, ভাইরাল সংক্রমণ নিয়েও তিনি অসমে অনুষ্ঠান করতে এসেছেন। তবে এমন ঘটনা কখনও অভিপ্রেত ছিল না। শানের ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান তাঁর কাছে। আঞ্চলিক বিভাজনকে গুরুত্ব না দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন শান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Oe8KQf

October 30, 2018 at 05:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top