খলিলকে সাবধান করল আইসিসি

মুম্বই, ৩০ অক্টোবরঃ অফিশিয়াল ভাবে আইসিসি-র তরফে ভারতের বাঁহাতি পেসার খলিল আহমেদকে হুঁশিয়ার করে দেওয়া হল।

মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে দুরন্ত বল করেছেন খলিল আহমেদ। মাত্র ১৩ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন খলিল। গতকাল উইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ওডিআইয়ে মার্লন স্যামুয়েলসকে আউট করার পর অতিরিক্ত আগ্রাসনের কারণেই সাবধান করে দেওয়া হয়েছে খলিলকে। তিনি এক ডিমেরিট পয়েন্টও পেয়েছেন।
সোমবারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৪ তম ওভারের ঘটনা। মার্লন স্যামুয়েলসকে আউট করার পর উচ্ছ্বাস দেখাতে দেখাতে স্যামুয়েলসের দিকে এগিয়ে আসেন খলিল। কিছু অঙ্গভঙ্গি করেন। পাল্টা কিছু বলতে গিয়েও থেমে যান ক্যারিবিয়ান ব্যাটসম্যান। মাঠে থাকা আম্পায়ারদের এই ঘটনা নজর এড়ায়নি। ম্যাচের পর খলিলকে দেখে সাবধান করে দেওয়া হয়েছে। তবে তরুণ ক্রিকেটারের জরিমানা করা হয়নি।
আইসিসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘‌খলিলকে সরকারিভাবে সাবধান করে দেওয়া হয়েছে। খলিলের অপরাধ আইসিসির লেভেল ওয়ান এর মধ্যে পড়ে। এ যাত্রায় জরিমানা করা হয়নি। যদিও এই অপরাধের ক্ষেত্রে ম্যাচ ফি-র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হয়। কিন্তু তরুণ ক্রিকেটারের কেরিয়ারের কথা ভেবেই তা করা হয়নি।’‌



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yJRYn0

October 30, 2018 at 06:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top