মেলবোর্ন, ১২ অক্টোবর- গতকালই শোনা গিয়েছিল সব ঠিক থাকলে আজ হাসপাতাল ছাড়বেন সাকিব আল হাসান। আজ দুপুরে (স্থানীয় সময়) হাসপাতাল ছেড়েছেন সাকিব। তবে দেশে ফিরতে পারবেন কবে, সেটি তিনি নিজেও বলতে পারেননি। দেশে ফেরার আগ পর্যন্ত মেলবোর্নেই এক বন্ধুর বাসায় থাকার কথা সাকিবের। ৫ অক্টোবর সাকিব মেলবোর্নে যান বাঁ হাতের আঙুলে সংক্রমণের চিকিৎসা করাতে। এরপর থেকে সেখানকার এক হাসপাতালই ছিল তাঁর ঠিকানা। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সব ভালো পাওয়া গেলেও মেলবোর্নের চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁ হাতের কড়ে আঙুলের অস্ত্রোপচার আগামী অন্তত ছয় মাসের মধ্যে করা যাবে না। তবে সংক্রমণ সেরে গেলে শুরু করতে পারবেন খেলা। তাতে নতুন করে ব্যথা অনুভব করলে অবশ্য খেলা বন্ধ করে অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে সাকিবকে। সূত্র: প্রথম আলো এমএ/ ০৩:৩৩/ ১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yuC2Em
October 12, 2018 at 09:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top