মঙ্গলবার মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ হলেও প্রতিদ্বন্দ্বিতা তো দুই লাতিন জায়ান্টের মধ্যে। উত্তেজনার পারদ বাড়তে এই তথ্যই যথেষ্ট। প্রতিপক্ষকে হারাতে উদগ্রীব দুই দলই। নেইমারের নেতৃত্বে ব্রাজিল দল নামবে পূর্ণ শক্তি নিয়েই। কিন্তু আর্জেন্টিনা নামবে প্রধান অস্ত্র লিওনেল মেসিকে ছাড়া। বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন বার্সার এই তারকা। তবে মেসি থাকুক আর না থাকুক আর্জেন্টিনার বিপক্ষে জয় চান ব্রাজিলের তারকা ফিলিপে কুতিনহো। বার্সেলোনায় মেসির সতীর্থ কুতিনহো বলেছেন, আমি আর্জেন্টিনাকে হারাতে চাই। সেখানে মেসি খেলুক কিংবা না খেলুক। যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভালো খেলা। এবং জয় তুলে নেওয়া। ১৬ অক্টোবর সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে দুই দল। এমএ/ ০৩:৩৩/ ১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NxPHQB
October 12, 2018 at 09:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top