ঢাকা, ০২ অক্টোবর- চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে বহুদিন ধরে চলচ্চিত্র উন্নয়নে সরকারের উন্নয়নশীল পদক্ষেপের দাবি করে আসছেন। পুরনো বিএফডিসিকে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) মেরামতসহ নানাবিধ দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে পূরণ হতে যাচ্ছে সেই দাবি। চলচ্চিত্র উন্নয়নে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে দ্রুত সময়ে। মঙ্গলবার (২ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেতে যাচ্ছে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। সভায় সভাপত্বি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প অনুমোদনের পরেই শুরু হবে জরাজীর্ণ বিএফডিসি আধুনিকায়নের কাজ। একনেকর সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য টেবিলে উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছে পরিকল্পনা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র। প্রকল্পটি তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ বাস্তবায়ন করবে বিএফডিসি। বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ বিনিয়োগ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩২২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা। প্রকল্পটি শেষ হবে ২০২১ সালে। প্রকল্পটির প্রধান কার্যক্রম হচ্ছে চলচ্চিত্র শিল্পকে সম্প্রসারণ, সুদৃঢ় করাসহ বিএফডিসিকে আর্থিক স্বনির্ভরকরণ ও প্রবৃদ্ধি অর্জন, বিএফডিসির মধ্যে বহুমুখী বহুতল ভবন নির্মাণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন। এছাড়াও ভবনের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক এবং কারিগরি সুবিধা সংযোজনপূর্বক বিনোদনের ক্ষেত্র সম্প্রসারণ করা এবং বহুমুখী আয়ের ক্ষেত্র সৃষ্টি যার মাধ্যমে বিএফডিসি তথ্য চলচ্চিত্র শিল্পের ভিত্তি মজবুত করা। এই প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে পরামর্শক নিয়োগ, ৪৫ হাজার ৮০২ বর্গমিটার মূলভবন ও চারটি সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। ৪টি সিনেমা প্রদর্শন ও আধুনিক যন্ত্রপাতি কেনাসহ নির্মিত হবে বিশাল ৭৩ হাজার বর্গমিটারের শুটিং ফ্লোর। তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর এমআই/২১:৫০/০১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2y3y2KW
October 02, 2018 at 03:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন