গাজিয়াবাদ, ১ অক্টোবরঃ বাড়িতে ১২টির বেশি বিয়ারের বোতল রাখলে হতে পারে জেল ও জরিমানা। এমনই নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার।
১৯১০-এর নতুন সংশোধনী অনুযায়ী বাড়িতে ৭.৮৪ লিটারের বেশি বিয়ার মজুত রাখা বেআইনি। অর্থাত্ প্রত্যেকে ৬৫০ মিলিলিটার করে ১২টি বিয়ারের বোতল বাড়িতে রাখতে পারবেন। যদিও এই নতুন নিয়মের কারণ সম্পর্কে বিশেষ কিছু বলেননি শুল্ক দপ্তরের আধিকারিকরা।
এক আধিকারিক জানান, বাড়িতে অনুমোদনপ্রাপ্ত পরিমাণের থেকে বেশি বিয়ার পাওয়া গেলে তাকে অপরাধ হিসেবে ধরা হবে। উদ্ধার হওয়া বিয়ারের শুল্কের ১০ গুণ জরিমানা করা হবে। প্রতি বোতলে শুল্ক ধরা হবে ৭৭ টাকা। নিয়ম না মানলে ২০০০ টাকা বা উদ্ধার হওয়া বিয়ারের শুল্কের ১০ গুণ যে পরিমাণ বেশি হবে, সেটাই দিতে হবে। অর্থাত্ কারও বাড়ি থেকে ২৪টি বিয়ারের বোতল উদ্ধার হলে, তাঁকে জরিমানা দিতে হবে ১৮,৪৮০ টাকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xUfSMh
October 01, 2018 at 09:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন