কাতারের কূটনীতিকের মানিব্যাগ চুরি, বরখাস্ত পাকিস্তানের আমলা

ইসলামাবাদ, ১ অক্টোবরঃ কাতারের কূটনীতিকের মানিব্যাগ চুরি করে ধরা পড়েছেন পাকিস্তানের এক শীর্ষ আমলা। ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে ইমরান খানের সরকার। তড়িঘড়ি জারির হায়দর খান নামে যুগ্মসচিব পদমর্যাদার ওই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পাক আধিকারিকটি কাতারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সুযোগ বুঝে বিদেশি কূটনীতিকদের একজনের মানিব্যাগটি হাতিয়ে নেন। ৬ সেকেন্ডের ভিডিয়োতে শিল্প ও উৎপাদন বিভাগের ওই আধিকারিককে টাকার ব্যাগটি পকেটে ভরতে দেখা গিয়েছে। ধরা পড়ার পর দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন হায়দর। তবে কাতারি প্রতিনিধিদের রাগ তাতে কমেনি বলেই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম। পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরির দাবি, চুরি করার নৈতিক শিক্ষা আগের সরকারগুলির আমলেই পেয়েছেন আধিকারিকরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2y3xLaS

October 01, 2018 at 09:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top