ঢাকা, ২১ অক্টোবর- মৌসুমী ভক্তদের জন্য সুখবর আছে। সুখবরটি হল সামানের ডিসেম্বরে নায়িকা হিসেবে আবারও পর্দায় আসছেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। বয়স ভাটার দিকে পড়লেই দিনে দিনে আড়ালে চলে যান ঢাকার নায়িকরা। তাই সিনেমায় গুরুত্ব হারান জনপ্রিয় নায়িকারা। কিন্তু এবার বয়সের ছাপ কাটিয়ে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আজকাল চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় না করলেও বিভিন্ন চরিত্রে দেখা যায় প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীকে। সর্বশেষ গেল শুক্রবার তার অভিনীত নায়ক ছবিটি মুক্তি পেয়েছে। এখানে তিনি নবাগতা অধরা খানের বোনের চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত রাত্রির যাত্রী চলচ্চিত্রটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। ছবিটিতে নায়ক হিসেবে থাকছেন আনিসুর রহমান মিলন। ছবিটি আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, আসছে বিজয় দিবস উপলক্ষে আমরা রাত্রির যাত্রী সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। চমৎকার গল্পে যত্ন নিয়ে ছবিটি তৈরি করেছি আমি। এরইমধ্যে সিনেমাটি নিয়ে অনেক আগ্রহ দেখা যাচ্ছে দর্শকদের। জনপ্রিয় নায়িকা মৌসুমীকে এখানে খুবই সুন্দর একটি চরিত্রে খুঁজে পাবেন তার ভক্তরা। মিলনসহ অন্যরাও খুব ভালো কাজ করেছেন। ছবিটি নিয়ে মৌসুমী বলেন, অনেক আগে এই ছবিতে শুটিং করেছিলাম। এটি মুক্তি পেলে আশা করছি দর্শক হলে গিয়ে দেখবেন। ভালো একটি গল্প আছে ছবিতে। রাত্রির যাত্রী সিনেমায় মৌসুমী-মিলন ছাড়া আরও অভিনয় করেছেন নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামান, মারজুক রাসেল, সোনিয়া হোসেন, সালাউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, রেবেকা, শিমুল খান, জিয়া তালুকদার, শিমুল আহমেদ, আনান জামান প্রমুখ। ছবিতে এখানে একটি আইটেম গানে দেখা যাবে নায়লা নাঈমকে। তথ্যসূত্র: ঢাকাটাইমস আরএস/ ২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QZ56LG
October 21, 2018 at 10:39PM
21 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top