মুম্বাই, ২১ অক্টোবর- দীপিকা পাডুকন আর রণবীর কাপুরের সম্পর্কে নাকি কোনো লুকোচুরি নেই। এমনকি রণবীরের ফোন এর মেসেজও দেখেন দীপিকা! তবে দীপিকার ফোনের মেসেজ রণবীর দেখেন কিনা, এই ব্যাপারে কিছু জানা যায়নি। কফি উইথ করণ সিক্স-এর প্রথম অ্যাপিসোডে এসে নিজেদের এই সিক্রেট ফাঁস করেছেন দীপিকা। দীপিকার সঙ্গে দেখা যাবে আলিয়া ভাটকেও। শোতে দীপিকা বলেছেন, তারা একে অপরের কাছ থেকে কোনো কিছুই লুকান না। এমনকি রণবীর কাপুর নাকি তার আর করণ জোহরের প্রাইভেট মেসেজও দীপিকাকে দেখান। গুঞ্জন রটেছে নভেম্বরে বিয়ে করছেন দীপিকা ও রণবীর। তাদের নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। যদিও এই বিষয়টি তারা এখনও নিশ্চিত করেননি। এই বিষয়ে কফি উইথ করণ এ দীপিকাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমাদের তো অনেক নভেম্বরেই বিয়ে হলো। মিডিয়ার কথায় আমরা তো অনেক বার বিয়ে করে ফেলেছি ইতিমধ্যেই। দীপিকাকে জিজ্ঞেস করা হয় যে সুযোগ পেলে তিনি রণবীরের কোন বিষয়টি পরিবর্তন করতে চান। তিনি উত্তরে বলেন, তার খাওয়া এবং ঘুমের বেলায় খামখেয়ালিপনা। অবশ্য রণবীর নাকি বলেছেন, তিনি দীপিকার কিছুই পরিবর্তন করতে চান না। রবিবার সম্প্রচারিত হবে এই পর্বটি। তার আগে প্রকাশিত ছোট ছোট টিজারগুলো দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণে। তথ্যসূত্র: চ্যানেল আই অনলাইন এমইউ/০৪:৫০/২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ExF412
October 21, 2018 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top