দাউদ ইব্রাহিমের ভাইকে বিশেষ সুবিধা, সাসপেন্ড পাঁচ পুলিশকর্মী

মুম্বই, ২৭ অক্টোবরঃ ৫ পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল মুম্বই পুলিশ। দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ ছিল এদের বিরুদ্ধে।

একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিং অপারেশনে ধরা পড়ে, দাউদের ভাইকে সরকারি হাসপাতালে স্পেশাল ‘ট্রিটমেন্ট’ দেওয়া হচ্ছে। তা প্রকাশ্যে আসার পরেই অভিযুক্ত কনস্টেবলদের সাসপেন্ড করেন থানের যুগ্ম পুলিশ কমিশনার মধুকর পান্ডে।
সূত্রের খবর, আদালতের নির্দেশে বৃহস্পতিবার কাসকরকে ১০ ঘণ্টার জন্য একটি সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানে তাঁর দাঁতের চিকিত্‍‌সা করানো হয়। সেইসঙ্গে কাসকরের ব্লাড সুগারের মাত্রাও পরীক্ষা করেন ডাক্তাররা।
স্টিং অপারেশনে দেখা যায়, হাসপাতালে আত্মীয়-পরিজনের সঙ্গে খোজমেজাজে গল্পগুজব করে হেঁটে-চলে বেড়াচ্ছেন ইকবাল। খাচ্ছেন বিরিয়ানি। পুলিশের সামনেই সুখটান দিচ্ছেন সিগারেটে। জেলে ফিরে যাওয়ার আগে সাধারণের মধ্যে টাকা বিলি করতেও দেখা গিয়েছে তাঁকে।
তাঁর বিরুদ্ধে তিনটি তোলাবাজির অভিযোগে মামলা রয়েছে। বর্তমানে থানের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ইকবাল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Avw7ku

October 27, 2018 at 10:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top