কলকাতা, ২৭ অক্টোবরঃ ঘণ্টার ভিত্তিতে সাম্মানিক বেতনের বিনিময়ে বহির্বিভাগে বেসরকারি চিকিৎসকদের নিয়োগ করবে স্বাস্থ্যদপ্তর। শুক্রবার স্বাস্থ্যদপ্তরের এক নির্দেশে জানানো হয়েছে, প্রাথমিক এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির বহির্বিভাগের জন্য বেসরকারি চিকিৎসকদের নিয়োগ করা হবে। পরিসেবা প্রদানের জন্য প্রতি ঘণ্টার ভিত্তিতে তাঁদের সাম্মানিক বেতন দেওয়া হবে। প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই নিয়োগের বিষয়টি দেখবেন। নিয়োগের জন্য প্রতি জেলায় তিন সদস্যের একটি কমিটি থাকবে। কমিটির মাথায় থাকবেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অন্য দুই সদস্যকে মনোনীত করবেন তিনি। স্বাস্থ্যদপ্তরের এই নির্দেশকে কেন্দ্র করেই প্রশ্ন তুলেছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EL9wEH
October 27, 2018 at 10:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন